চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ‘সকালে অপারেশন, বিকালে ছুটি’ শ্লোগানে ‘ডে কেয়ার’ সার্জারি কার্যক্রম চালু হচ্ছে শিশু সার্জারি বিভাগে। আগামী ১ আগস্ট থেকে শিশু সার্জারি বিভাগ এবং এনেসথেশিয়া বিভাগের সার্বিক সহযোগিতায় কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে।
জানা গেছে, শিশু সার্জারি বিভাগের ডে কেয়ারে করা হবে শিশুদের বিভিন্ন রোগের অপারেশন। ডে কেয়ার সার্জারি বিভাগে খৎনা, হাইড্রোসিল, হার্নিয়া-একশিরা, পায়ুপথের পলিপ, জন্মগতভাবে অন্ডকোষ সমস্যা, মলদ্বার বের হওয়া, জন্মগতভাবে নাভীর সমস্যা, শরীরের যেকোনো টিউমার, জিহবার জন্মগত সমস্যা, গলা ও কানের সামনে থেকে রক্ত বা পুঁজ বের হওয়াসহ জন্মগত অনেক ধরণের ত্রুটির অপারেশন করা হবে।
শিশু সার্জারি বিভাগের বহির্বিভাগের সাথে যোগাযোগের মাধ্যমে এই অপারেশন করা হবে প্রতি মাসের প্রথম সপ্তাহের রবিবার, দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার এবং তৃতীয় সপ্তাহে বৃহস্পতিবার।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এনেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন উর রশিদ বলেন, ‘হাসপাতালের প্রতিটি ওয়ার্ডেই রয়েছে অতিরিক্ত রোগীর চাপ। কিন্তু হাসপাতালের এই চাপ নেওয়ার মত সামগ্রিক সক্ষমতা প্রয়োজনের তুলনায় নেই বললে চলে। তাই শিশুদের বিষয়টি বিশেষভাবে ভাবনা-চিন্তা করে শিশু সার্জারি বিভাগে ‘সকালে অপারেশন, বিকালে ছুটি’ শীর্ষক শ্লোগানের মাধ্যমে নতুন করে কাজ শুরু হচ্ছে। আশা করছি এর ফলে শিশু সার্জারি হওয়া রোগীদের দূর্ভোগ কমবে। তারা খুব দ্রুত চিকিৎসা পাবে।’
হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. মো. গোলাম হাবিব জানান, “অতিরিক্ত রোগীর চাপের কারণে অনেক সময় শিশুদের নির্ধারিত সময়ে অপারেশন করা সম্ভব হয় না। তাই এবার এনেসথেশিয়া বিভাগের সহায়তায় দুটি অপারেশন টেবিল স্থাপন করে নতুন এই সেবাটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতিগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে এনেসথেশিয়ালিস্টের ঘাটতি এখনো রয়ে গেছে। আশা করছি, খুব দ্রুত সেবাটি চালু করা সম্ভব হবে।”
জানা যায়, হাসপাতালের শিশু সার্জারি বিভাগে অনুমোদিত শয্যা আছে মাত্র ৪০টি। তবে ওয়ার্ডের প্রচেষ্টায় শয্যা সংখ্যা বাড়িয়ে ৭৬টি করা হয়েছে। কিন্তু শয্যার তুলনায় রোগী ভর্তির পরিমাণ বেশি। বিভাগটিতে শিশুদের বিভিন্ন সার্জিক্যাল রোগের বেশি চিকিৎসা দেয়া হয়। মূলত জন্মগত ত্রুটি, আঘাত এবং অন্যান্য রোগের কারণে শিশুদের অস্ত্রোপচারের প্রয়োজন হলে তার চিকিৎসা দেয়া হয়।
একই সঙ্গে এই শিশু সার্জারি বিভাগে নবজাতক সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি এবং ইউরোলজিক্যাল সার্জারির মত বিশেষ চিকিৎসার ও সুযোগ আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ২ হাজার ২২২টি শয্যা থাকলেও প্রতিদিন গড়ে ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ রোগী ভর্তি থাকে।
সিটিজি পোস্ট/এমসি
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব নয়।"তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের প্রাণ। তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আজ...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভ...