চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকপিরানী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় নুরুল আমিন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৮ জুলাই) ভোর ৫টার দিকে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শাহরিয়ার কবির রূপক। সেনাবাহিনীর পাশাপাশি লোহাগাড়া থানার পুলিশের একটি দল এতে অংশ নেয়।
গ্রেপ্তার নুরুল আমিন বড়হাতিয়ার ৮ নম্বর ওয়ার্ডের চাকপিরানী গ্রামের বাসিন্দা। তিনি খলিলুর রহমানের ছেলে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, নুরুল আমিনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশে পাহাড়ের একটি পরিত্যক্ত ঝুপড়ি ঘরে অভিযান চালিয়ে ৩টি দেশীয় তৈরি এলজি, ৮ রাউন্ড কার্তুজ এবং ৪টি রামদা উদ্ধার করা হয়।
ওসি আরিফুর রহমান আরও বলেন, “আটক নুরুল আমিনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাহাড়ি অঞ্চলে সন্ত্রাস ও অবৈধ অস্ত্র নির্মূলের লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
১ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র সিআরবি পাহাড়ে প্লাস্টিক বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয় ও কোরিয়ান ছাত্র সংগঠন ASEZ (Save the Earth from A to Z)। অভিযানে ৬ জন কোরিয়ান নাগরিক, ৩৪ জন স্বেচ্ছাসেবক এবং পরিবেশ অধিদপ্তরের ২০ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।প্রায় ৮০ বস্তা প্লাস্টিক বর্জ্য (পলিথিন, চিপ...
১ আগস্ট, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
১ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র সিআরবি পাহাড়ে প্লাস্টিক বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয় ও কোরিয়ান ছাত্র সংগঠন ASEZ (Save the Earth from A to Z)। অভিযানে ৬ জন কোরিয়ান নাগরিক, ৩৪ জন স্বেচ্ছাসেবক এ...