মাইজভাণ্ডার দরবার শরীফের প্রখ্যাত সুফিসাধক ও গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.) আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে আজ বাদ এশা তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। দেশব্যাপী তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে ভক্ত-আশেকানরা দরবারে জড়ো হচ্ছেন।
বিশ্ববিখ্যাত সুফিসাধক শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ছোট ভাই ডা. সৈয়দ দিদারুল হক ছিলেন পাঁচ ভাইয়ের মধ্যে চতুর্থ। তিনি গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের পাশাপাশি ‘আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী’ সংগঠনের সভাপতি এবং ‘শানে গাউসুল আজম মাইজভাণ্ডারী ফোরাম’-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে এসেছেন।
মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন একজন সংগঠক, এবং পরবর্তীতে তরীক্বতের প্রচার ও দরবারের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন। তাঁর ওয়াজ-মাহফিল, মানবিক সেবা এবং সুফি আদর্শ প্রচারে অবদান অসংখ্য অনুসারীর হৃদয়ে দাগ কেটে গেছে।
তাঁর ইন্তেকালে দেশের বিভিন্ন ইসলামী সংগঠন ও বিশিষ্টজনেরা গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব নয়।"তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের প্রাণ। তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আজ...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভ...