গৃহকাজে নিয়োজিত শিশুরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে দ্রুত কার্যকর আইন প্রণয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার আহ্বান জানিয়েছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘গৃহকাজে নিয়োজিত শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে সুনির্দিষ্ট আইন প্রণয়নের প্রয়োজনীয়তা’ শীর্ষক সংলাপে এ দাবি ওঠে।
সংলাপটি আয়োজন করে উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি), এডুকো-বাংলাদেশ ও শাপলা নীড়। এতে সহযোগিতা করে চাইল্ড লেবার ইলিমিনেশন প্ল্যাটফর্ম।
প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, “গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষা আমাদের সামাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন। এজন্য এখনই কার্যকর আইন প্রণয়ন প্রয়োজন। শিশুশ্রমকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, “বিদ্যমান শ্রম আইন, শিশু আইন ও অন্যান্য নীতিমালা থাকলেও গৃহকর্মী শিশুদের সুরক্ষায় সেগুলো কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। তাই দ্রুত গৃহকর্মী সুরক্ষা আইন প্রণয়ন জরুরি।”
সভাপতির বক্তব্যে এএসডির নির্বাহী পরিচালক এম এ করিম বলেন, সরকার ২০২৫ সালের মধ্যে সব ধরনের শিশুশ্রম নিরসনের অঙ্গীকার করেছে। এ প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহকর্মী শিশুদের অধিকার সুরক্ষায় যুগোপযোগী আইন প্রণয়ন ও বাস্তবায়ন অপরিহার্য।
সংলাপে জাতীয় মানবাধিকার কমিশন, আইন কমিশন, শ্রমিক নেতা, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বেসরকারি উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...