বাংলাদেশ ক্রিকেট দল আগামী ৩০ আগস্ট থেকে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজকে সামনে রেখে টাইগাররা ইতোমধ্যেই সিলেটে পৌঁছে দ্বিতীয় ধাপের প্রস্তুতি শুরু করেছে। জাতীয় দলের এই অনুশীলন ক্যাম্প ২১ জন ক্রিকেটারের সঙ্গে চলবে ২৬ আগস্ট পর্যন্ত।
ক্যাম্পের মধ্যে ২৪ ও ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাচ সিনারিও, এবং ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে অনুশীলন ম্যাচ। ক্যাম্পের বাইরে থেকেও আরও ৬–৭ জন খেলোয়াড় অনুশীলনে অংশ নেবে। নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই সিরিজের দল ঘোষণা করেছে। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
এরপর বাংলাদেশ দল সরাসরি সংযুক্ত আরব আমিরাতে আসছে এবারের এশিয়া কাপের জন্য। টুর্নামেন্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর, এবং বাংলাদেশ মাঠে নামবে ১১ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে বাংলাদেশকে আফগানিস্তান ও শ্রীলংকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। গ্রুপ পর্বের অফর দল হংকং। গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।
বাংলাদেশ জাতীয় দল নেদারল্যান্ডস সিরিজের মধ্য দিয়ে এশিয়া কাপের কঠিন প্রস্তুতি সম্পন্ন করতে চাচ্ছে।