সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই শহিদ পরিবার ও আহতরা
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই শহিদ পরিবার ও আহতরা। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে তারা প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন। এরপর বেলা সাড়ে ১২টার দিকে একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে গিয়ে অবস্থান নেন। এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিদের জামিন দেয়া হচ্ছে। অবিলম্বে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি বিচারকদের অপসারণও দাবি করেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা নানা স্লোগান দেন। এর মধ্যে ছিল— “পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই”, “দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ”, “খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না।”
এর আগে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। অভিযোগ ওঠে, পুলিশ আন্দোলনকারীদের লাথি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে।
শহিদ পরিবার ও আহতরা বলেন, “আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছি। আমাদের পুলিশ লাথি দিয়েছে, গালি দিয়েছে। কিন্তু আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৭ আগস্ট, ২০২৫
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম এবার ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে পরিচালনার অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ চার দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।এর আগে যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় এ কার্যক্রম পর...
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম এবার ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে পরিচালনার অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ চার দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র ম...