প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস যে সময়ের কথা বলেছেন, নির্বাচন তার একদিন পরেও হবে না—এ কথা জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা প্রত্যাশা করছি, এই নির্বাচন হবে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং সুষ্ঠভাবে সম্পন্ন হবে।বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।
সংলাপে সভাপতির দায়িত্ব পালন করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই বিষয়টি আমি নিশ্চিত ভাবে বলছি নির্বাচন পেছানো হবে না। নির্বাচনের বিষয়ে ড. ইউনূস যে সময় নির্ধারণ করেছেন, তার থেকে একটা দিনও পিছাবে না।
প্রেস সচিব বলেন,ড. ইউনূস প্রথমে এপ্রিল মাস নির্ধারণ করেন৷ তারপর আমরা লন্ডনে বলেছি যদি অনেকগুলো সংস্কারের পরিকল্পনা হয়ছে কাজগুলো এগিয়ে গেলে সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে হবে। আমরা এখনো সেই জায়গায় অনড় আছি। তার থেকে একটা দিন ও দেরি হবে না।
তিনি আরও বলেন, আমরা আশা করি এই নির্বাচনটা খুবই উৎসবমুখর পরিবেশে ভালো নির্বাচন হবে। প্রতিটি নির্বাচনে কিছু না কিছু ভায়োলেন্স হয়, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ভায়োলেন্সকে একেবারে জিরোতে নামিয়ে আনার।
সিটিজি পোস্ট/এমসি
১ আগস্ট, ২০২৫
যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো সামরিক চুক্তি কিংবা জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে চুক্তি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, "সরকারের জন্য এটি একটি বড় সফলতা।"শুক্রবার (১ আগস্ট) রাজধানীর বেইলি রোডে নিজ বাসভবনে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কহার হ্রাসের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। শফিকুল আলম জানা...
১ আগস্ট, ২০২৫
১ আগস্ট, ২০২৫
১ আগস্ট, ২০২৫
১ আগস্ট, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
১ আগস্ট, ২০২৫
যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো সামরিক চুক্তি কিংবা জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে চুক্তি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, "সরকারের জন্য এটি একটি বড় সফলতা।"শুক্রবার (১ আগস্ট) রাজধানীর বেইলি রোডে নিজ বাসভবনে বাংলাদে...