আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের আবেদন ফরমে ১৪ ধরনের তথ্য জমা দিতে হবে। সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) জারি করা বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক নীতিমালায় এ তথ্য জানানো হয়েছে।
আগে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হতো। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে বিদেশিদের অনুমোদনের পূর্ণ ক্ষমতা থাকবে ইসির হাতে। ইসির সুপারিশের ভিত্তিতে ভিসার ব্যবস্থা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
নীতিমালা অনুযায়ী, ইসির নির্ধারিত ফরমে পর্যবেক্ষকের নাম, দেশের নাম, অভিজ্ঞতাসহ মোট ১৪টি তথ্য দিতে হবে। আবেদন আহ্বানের জন্য ৩০ দিনের সময় নির্ধারণ করবে ইসি। ব্যক্তি বা সংগঠন হিসেবে পর্যবেক্ষক হতে হলে সুশাসন, নির্বাচন, গণতন্ত্র, শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ভোটের দিন বিদেশি পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে প্রিসাইডিং অফিসারের আরোপিত শর্ত মানতে হবে এবং দীর্ঘসময় ভেতরে অবস্থান করা যাবে না।
বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের অভ্যর্থনা ও সহায়তার জন্য ভোটগ্রহণের ১০ দিন আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সহায়তা ডেস্ক বসানো হবে। তারা কোনো জেলা বা নির্বাচনী এলাকায় গেলে নিরাপত্তার দায়িত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক ও এসপিদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে নির্দেশনা দেওয়া হবে।
ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আনফ্রেল এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচনে পর্যবেক্ষণের আগ্রহ জানিয়েছে। আগামী মাসে ইইউ’র প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসার কথা রয়েছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...