বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়নের ২০ মিনিটের ভিতর যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ফিরে যায়। মূলত ফ্লাইটটির কেবিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের পর মেরামত শেষে পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।
রবিবার (১১ আগস্ট) ঢাকা থেকে চট্টগ্রামগামী বিজি-৬১৫ ফ্লাইট নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট দেরিতে ২টা ৩৪ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণের মাথায় কেবিনের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে বৈমানিক ২টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরার সিদ্ধান্ত নেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর জানান, ‘যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামগামী ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে। বিমানটি মেরামতের পর দশ মিনিট আগে (বিকেল ৪টা ৪০ মিনিটে) বিমানটি যাত্রীসহ ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ফ্লাই করেছে।’
প্রসঙ্গত, রবিবার (১০ আগস্ট) ইতালির লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৫৬ ফ্লাইটও যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হয়। বর্তমানে উড়োজাহাজটি বিমানবন্দরে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে।
সিটিজি পোস্ট/এমসি/এইচএস
১২ আগস্ট, ২০২৫
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার (১২ আগস্ট) থেকে প্রচলন করা হবে।গত ১০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।নতুন নোটের ডিজাইনে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্...
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার (১২ আগস্ট) থেকে প্রচলন করা হবে।গত ১০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক...