টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদ পানিতে ভরে উঠেছে। তবে পানি ছাড়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনিয়ন্ত্রিতভাবে পানি না বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সরেজমিন ঘুরে দেখা গেছে, হ্রদের পানির উচ্চতা এখনো স্বাভাবিক পর্যায়ে রয়েছে। হ্রদপাড়ের জনপদ ও চারপাশের প্রকৃতি আবারও হয়ে উঠেছে প্রাণবন্ত ও সচল। তবে ধারণা করা হচ্ছে, বৃষ্টি অব্যাহত থাকলে পানির উচ্চতা আরও বাড়তে পারে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান জানান, "রুল কার্ভ অনুযায়ী হ্রদের স্বাভাবিক পানির উচ্চতা হওয়া উচিত ৮৮ দশমিক ৮৩ ফুট মীন সি লেভেল । কিন্তু বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত লেকের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৫ দশমিক ৭৭ ফুট।"
তিনি আরও জানান, "বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিট সচল রয়েছে, যেগুলো থেকে প্রতিদিন গড়ে ২১৯ থেকে ২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর ফলে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে প্রায় ৩০ হাজার ৮৪৪ কিউসেক পানি প্রবাহিত হচ্ছে।"
গত ২৪ ঘণ্টায় হ্রদে প্রবেশ করেছে ৫১ হাজার ৮৪৪ কিউসেক পানি এবং একই সময়ে এলাকায় বৃষ্টিপাত হয়েছে ০ দশমিক ১২ ইঞ্চি। পানির উচ্চতা ১০৮ দশমিক ৫ ফুট ছাড়ালে পানি ছাড়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট মিলিয়ে সর্বোচ্চ উৎপাদনক্ষমতা ২৩০ মেগাওয়াট।
সিটিজি পোস্ট/এমসি