খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় মায়ের বালিশ চাপায় দুই বছরের শিশু মো. তহিদুল আলম আভানের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা। তিনি জানান, ঘটনার পর শিশুর মা সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়েছে।
শিশুর বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তিনি বলেন,
“গতকাল (বৃহস্পতিবার) অফিসের কাজে পানছড়ি গিয়েছিলাম। রাত বেশি হওয়ায় জেলা সদরে ফিরতে পারিনি। রাত তিনটার দিকে ফোনে খবর পাই, আমার ছেলে খুন হয়েছে।”
ওসি জানান, রাতে ঘুমন্ত সন্তানের মুখে বালিশ চাপেন সাবিনা ইয়াসমিন। পরে সন্তান অসুস্থ হয়েছে বলে জানিয়ে তিনি চিকিৎসককে বাসায় আনেন। চিকিৎসক এসে শিশুটিকে মৃত অবস্থায় পান।
চিকিৎসকের কাছে সাবিনার কথাবার্তা অসংলগ্ন মনে হলে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, “পরিবারের সদস্যরা জানিয়েছেন সাবিনা ইয়াসমিন বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
২ অক্টোবর, ২০২৫
গত ৩০ সেপ্টেম্বর রাতের আকস্মিক ঝড়ো হাওয়ায় রাঙামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়।আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌকা ডুবির খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছ...
৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫
২৯ সেপ্টেম্বর, ২০২৫
২৯ সেপ্টেম্বর, ২০২৫
২ অক্টোবর, ২০২৫
গত ৩০ সেপ্টেম্বর রাতের আকস্মিক ঝড়ো হাওয়ায় রাঙামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়।আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো...