চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ছাত্রদল নেতা অপি দাশের পর এবার মারা গেছেন তার সহযোদ্ধা তানিম (২০)। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার (১৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া তানিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তানিম উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সরকার হাট এলাকার চৌধুরী বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারীর চৌধুরীহাটের দাতারাম সড়কে কয়েকজন দুর্বৃত্ত চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক অপি দাশের ওপর অতর্কিতে হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে অপি দাশ ও তার সহপাঠী তানিম গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থা গুরুতর হওয়ায় দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক অপি দাশকে মৃত ঘোষণা করেন এবং তানিমকে আইসিইউতে ভর্তি করা হয়। অবশেষে বুধবার সকালে তানিমও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি মনজুর কাদের ভূঁইয়া।
১৫ অক্টোবর, ২০২৫
২০১৮ সালে চাঁদার দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীকে বর্বর কায়দায় নির্যাতনের ঘটনায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তৎকালীন ৬ নেতার বিরুদ্ধে মামলা করেছিল ভুক্তভোগীরা। উক্ত মামলায় তৎকালীন চুয়েট ছাত্রলীগের তিন নেতার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। মঙ্গলবার (১৪ অক্টোবর) উক্ত মামলায় চট্টগ্রামের...
১৫ অক্টোবর, ২০২৫
১৫ অক্টোবর, ২০২৫
১৫ অক্টোবর, ২০২৫
১৫ অক্টোবর, ২০২৫
১৫ অক্টোবর, ২০২৫
২০১৮ সালে চাঁদার দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীকে বর্বর কায়দায় নির্যাতনের ঘটনায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তৎকালীন ৬ নেতার বিরুদ্ধে মামলা করেছিল ভুক্তভোগীরা। উক্ত মামলায় তৎকালীন চুয়েট ছাত্রলীগের তি...