সরকার ৯ জন পুলিশ পরিদর্শককে (ইনস্পেক্টর) বাধ্যতামূলক অবসর দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার রোববারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা মোতাবেক জনস্বার্থে তাদের অবসর দেওয়া হয়েছে। তবে, কেন তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তা প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়নি।
বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শকরা হলেন শিকদার মো: শামীম হোসেন, মো: আব্দুল লতিফ, এস এম কামরুজ্জামান, মো: আ: কুদ্দুছ ফকির, মোহাম্মদ মামুন অর রশিদ, মো: নূরুল ইসলাম, মো: কামাল হোসেন, মো: সেলিমুজ্জামান এবং মো: আবু বকর সিদ্দিক। তারা সবাই নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অপরদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী মনিরুজ্জামানকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, তিনি ২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে কর্মস্থল থেকে অনুপস্থিত ছিলেন। এই অনুপস্থিতিকে অসদাচরণ ও পলায়ন হিসেবে গণ্য করে তার বরখাস্তের আদেশ একই তারিখ থেকে কার্যকর হবে।
এছাড়া, পলায়ন করার কারণে ৪০ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার পুলিশ পদকও সরকার প্রত্যাহার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও একটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এসব কর্মকর্তারা আর পদক সংক্রান্ত কোনো আর্থিক সুবিধা পাবেন না এবং ইতিপূর্বে নেওয়া এসব সুবিধা ফেরত দিতে বাধ্য হবেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...