চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনা যাওয়ার সড়কে পর্যটক ও স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ পর্যটকেরা প্রায় ২০ মিনিটের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে আসা একটি পর্যটকবাহী বাস খৈয়াছড়া ঝরনার সড়কে প্রবেশ করতে চাইলে অটোরিকশা চালকেরা বাধা দেন। এ নিয়ে পর্যটক ও চালকদের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ লাঠি ও দেশীয় অস্ত্র ব্যবহার করে, এতে অন্তত ১৫ জন আহত হন।
আহত পর্যটক বিপ্লব অভিযোগ করে বলেন,বাস নিয়ে প্রবেশের সময় স্থানীয় চালকেরা আমাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হন। অন্যদিকে সিএনজিচালক আনোয়ার হোসেনের দাবি, বড় বাস ঝরনার সরু সড়কে ঢুকতে দেওয়া যায় না। পর্যটকেরা তা না মেনে চালকদের ওপর হামলা চালায়, এতে তার পক্ষের কয়েকজন আহত হন।
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন,বাসটি ঝরনা সড়কে প্রবেশ করতে গেলে অটোরিকশা চালকেরা বাধা দেয়। এ নিয়ে তর্কবিতর্কের জেরে সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
১২ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। তিনি বলেন, রাজনৈতিক কর্মীরা শুধু দলের সম্পদ নয়, দেশেরও সম্পদ। রাজনীতি একটি বিজ্ঞান, যা শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে আত্মস্থ না হলে পূর্ণতা পায় না।শুক্রবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। তিনি বলেন, রাজনৈতিক কর্মীরা শুধু দলের সম্পদ নয়, দেশেরও সম্পদ। রাজনীতি একটি বিজ...