প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের কাজে সরকার নজর রাখছে। যদি তারা দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে কলকাতার লাগোয়া এক বাণিজ্যিক এলাকায় আওয়ামী লীগের একটি অফিস খোলা হয়েছে, যেখানে ২০২৪ সালের ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন এবং দলীয় কার্যক্রম চালাচ্ছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে শফিকুল আলম জানান, নির্বাচন চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বডি ক্যামেরা কেনা হচ্ছে।
এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ৩ দিনের মালয়েশিয়া সফরের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, সোমবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া যাচ্ছেন। সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে এবং রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সম্পদ ব্যবহার ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়গুলো আলোচনায় আসবে। এছাড়া ইউনূসের মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...