চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে প্রকাশিত ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন আচরণবিধি–২০২৫’-এ এ বিধান অন্তর্ভুক্ত করা হয়। আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
আচরণবিধিতে আরও উল্লেখ করা হয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না, প্রার্থী সর্বোচ্চ পাঁচজন সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে পারবেন, মনোনয়ন জমা বা প্রত্যাহারের সময় অন্য কোনো প্রার্থী, ব্যক্তি বা সংগঠনের কেউ কোনো ধরনের বাধা দিতে পারবে না, প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে প্রার্থীতা প্রত্যাহার করতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহের সময় একটি বিশেষ কার্ড পাবেন। সেই কার্ড নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে গিয়ে ডোপ টেস্টের জন্য নমুনা জমা দিতে হবে। মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা রিপোর্ট সরাসরি নির্বাচন কমিশনারের কাছে পাঠাবেন। ডোপ টেস্টের ফি প্রার্থীকে নিজেকেই বহন করতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি প্রার্থীকে তাদের রিপোর্ট একান্তভাবে জানানো হবে, যাতে প্রার্থীর আত্মসম্মান বজায় থাকে।
৩০ আগস্ট, ২০২৫
জ্ঞান বিনিময়, নেটওয়ার্ক গঠন এবং নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করতে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশের উদ্যোগে “আগামীকালের জন্য ভবিষ্যৎ-প্রমাণ প্রকল্প ব্যবস্থাপনা” শীর্ষক প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম সিরিজ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু বে ভিউ হোটেলে এ আয়োজন সম্পন্ন হয়। পিএমআই বাংলাদেশ চ্য...
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
জ্ঞান বিনিময়, নেটওয়ার্ক গঠন এবং নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করতে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশের উদ্যোগে “আগামীকালের জন্য ভবিষ্যৎ-প্রমাণ প্রকল্প ব্যবস্থাপনা” শীর্ষক প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম সিরিজ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ...