পটিয়ায় চুরি হওয়া বাইক বান্দরবানে উদ্ধার: চোর চক্রের হোতা গ্রেফতার
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের পটিয়া থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল বান্দরবানের আলীকদম এলাকা থেকে উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ। এ সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মো. মোবারক হোসেন (২৭) কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই থোয়াইছামং চাক নয়নের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে আলীকদম থেকে মোবারককে আটক করা হয়। তিনি আলীকদম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আনোয়ার হোসেন বাঙ্গালীর ছেলে। মোবারক দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা হিসেবে সক্রিয় ছিলেন এবং পূর্বেও বাইক চুরির মামলায় আদালতে সোপর্দ হয়েছিলেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পটিয়া রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ইকবাল হোসেন (২৭) এর একটি টিভিএস আরটিআর (TVS RTR) মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি পটিয়া থানায় একটি মামলা (নং-৩৬) দায়ের করেন।
চুরি যাওয়া বাইক উদ্ধারের পর মালিক ইকবাল হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "বাইকটি হারিয়ে আমি ভীষণ মন খারাপ করেছিলাম। এখন খুব ভালো লাগছে। বাইকটি উদ্ধার করে দেওয়ায় পটিয়া থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ।"
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, "আসামিকে ৪৫৭/৩৮০ দণ্ডবিধি অনুযায়ী মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।" তিনি আরও বলেন, "চোর-ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
সিটিজিপোস্ট/ এসএইচএস




