বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, গত ১০ বছরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে চীনের কোনো যোগাযোগ ছিল না। তিনি বলেন, “বিগত সরকারের সময়ে এসব বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে চীনের যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল।”
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানটি আয়োজন করে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)।
চীনের রাষ্ট্রদূত বলেন, “খোলাখুলি বললে, গত এক দশকে বিএনপি ও জামায়াতের সঙ্গে আমাদের সরাসরি কোনো যোগাযোগ ছিল না। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এটি সম্ভব হয়নি। তবে এখন সময় এসেছে, আমরা পুনরায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নিচ্ছি।”
সম্প্রতি বিএনপি ও জামায়াতের প্রতিনিধি দলের চীন সফর প্রসঙ্গে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “আমরা এ ধরনের সফর বিনিময় ও রাজনৈতিক সংলাপকে স্বাগত জানাই। এটি দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক উন্নয়নের একটি অংশ।”
তিনি আরও বলেন, “চীন সবসময় বাংলাদেশের সকল প্রধান রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখতে চায়। রাজনৈতিক বৈচিত্র্যের প্রতি সম্মান রেখেই আমরা সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
৩০ জুলাই, ২০২৫
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগেই ব্যালট বাক্স ভরে রাখার পরিকল্পনার বিষয়টি উঠে এসেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আদালতে দেওয়া জবানবন্দিতে। তিনি জানান, নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ব্যালট বাক্স ভরে রাখার পরামর্শ দেন তৎকালীন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, যা সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয়...
৩০ জুলাই, ২০২৫
৩০ জুলাই, ২০২৫
৩০ জুলাই, ২০২৫
৩০ জুলাই, ২০২৫
২৯ জুলাই, ২০২৫
৩০ জুলাই, ২০২৫
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগেই ব্যালট বাক্স ভরে রাখার পরিকল্পনার বিষয়টি উঠে এসেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আদালতে দেওয়া জবানবন্দিতে। তিনি জানান, নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ব্যালট বাক্স ভরে রাখার প...