গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গোপালগঞ্জের সংঘর্ষে নিহতদের মরদেহ পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে দাফন করেছেন। তাই তাৎক্ষণিকভাবে ময়নাতদন্ত সম্ভব হয়নি। তবে প্রয়োজনে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।”
তিনি আরও জানান, “ঘটনার পেছনে কারা ছিল, কেন আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যথাযথভাবে প্রতিক্রিয়া দেখাতে পারেনি, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি কাজ করছে।”
উল্লেখ্য, গত ১৬ জুলাই বুধবার গোপালগঞ্জে এনসিপির ঘোষিত সমাবেশ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। দলটি অভিযোগ করেছে, তাদের সমাবেশস্থল এবং গাড়িবহরে একাধিকবার হামলা চালানো হয়। হামলায় এনসিপির দাবি, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন।
এদিন সকালে আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও হামলার ঘটনা ঘটে। পুলিশের একটি গাড়ি এবং এক সরকারি কর্মকর্তার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বিভিন্ন সূত্র।
বিমানবন্দর পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ, বেবিচকের প্রধান প্রকৌশলী মো. জাকারিয়া, তৃতীয় টার্মিনালের প্রকল্প পরিচালক এ এই এম নুরুদ্দিনসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১৯ জুলাই, ২০২৫
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে 'কুরুচিপূর্ণ' বক্তব্য প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার দলকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে কক্সবাজার জেলা বিএনপি।শনিবার রাতে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীর সই করা এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ...
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে 'কুরুচিপূর্ণ' বক্তব্য প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার দলকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে কক্সবাজার জেলা বিএনপি।শনিবার রাতে কক্সবাজার জে...