সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং নিজেকে তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মোতাল্লেস হোসেন ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে সিআইডি।
এসব ব্যাংক হিসাবে মোট ৫ কোটি ৩ লাখ টাকা অস্থায়ীভাবে ফ্রিজ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আদালতের নির্দেশে এসব হিসাব ফ্রিজ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইডির প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্ত মোতাল্লেস হোসেন ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে প্রায় ২৬.৮৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে। বিপুল এই অর্থের উৎস এবং এর সঙ্গে অর্থপাচার বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ লক্ষ্যে মোতাল্লেসের স্থাবর সম্পত্তি ও অন্যান্য আর্থিক কার্যক্রমও তদন্তের আওতায় আনা হয়েছে।
সিআইডি জানায়, প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং প্রতারক চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। প্রতারণায় ব্যবহৃত ফোন রেকর্ড, লেনদেনের রসিদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১ আগস্ট, ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ও কাস্টমস বিভাগে বড় ধরনের রদবদল হয়েছে। একযোগে বদলি করা হয়েছে ২৫ জন অতিরিক্ত কমিশনার ও ২৪ জন যুগ্ম কমিশনারকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বদলি হওয়া অনেকেই এনবিআর বিলুপ্তি ও চেয়ারম্যান অপসারণ দাবির আন্দোলনে সক্রিয় ছিলেন।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ভ্যাট ও কাস্টমস প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুল...
১ আগস্ট, ২০২৫
১ আগস্ট, ২০২৫
১ আগস্ট, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
১ আগস্ট, ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ও কাস্টমস বিভাগে বড় ধরনের রদবদল হয়েছে। একযোগে বদলি করা হয়েছে ২৫ জন অতিরিক্ত কমিশনার ও ২৪ জন যুগ্ম কমিশনারকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বদলি হওয়া অনেকেই এনবিআর বিলুপ্তি ও চেয়ারম্যান অপসারণ দাবির আন্দোলনে সক্রিয় ছিলেন।জ...