রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার সুবলং শাখা বনবিহারে ২৩তম কঠিন চীবর দানোৎসব পলিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ অক্টোবর, ২০২৫) রাতভর ভিক্ষুদের পরিধেয় চীবর (বস্ত্র) তৈরির পর শুক্রবার সকালে পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে তা ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করে জাঁকজমকপূর্ণভাবে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কঠিন চীবর দানোৎসব উদযাপন কমিটির সদস্য সচিব সুশান্ত চাকমা।
পূণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন কাটাছড়ি বনবিহারের প্রজ্ঞাদর্শী ভিক্ষু এবং বেনুবন বনবিহার নানিয়াচরের অধ্যক্ষ পন্থক মহাস্থবির।
অনুষ্ঠানে প্রধান ধর্মীয় গুরু হিসেবে উপস্থিত ছিলেন সুবলং শাখা বনবিহারের অধ্যক্ষ বুদ্ধশ্রী মহাস্থবির।
কঠিন চীবর দান একটি ধর্মীয় আচার ও উৎসব। যা সাধারণত বাংলা চন্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রাবরণা পূর্ণিমা পালনের এক মাসের মধ্যে যেকোনো সুবিধাজনক সময়ে পালন করা হয়। এই অনুষ্ঠানে মূলত বৌদ্ধ ভিক্ষুদেরকে ত্রি-চীবর নামে বিশেষ পোশাক দান করা হয়। ধর্মাবলম্বীগণ পূণ্যের আশায় প্রতি বছর এভাবে চীবরসহ ভিক্ষুদের অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীও দান করে থাকেন।
সিটিজিপোস্ট/জাউ