প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম এবার ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে পরিচালনার অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ চার দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় এ কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছিল ইসি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের রাজধানীসহ তিনটি অঙ্গরাজ্যে এ কার্যক্রম হাতে নেওয়ার উদ্যোগ সম্পন্ন হয়েছে।
বর্তমানে দশটি দেশের ১৭টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান। এসব দেশ থেকে প্রায় ৫০ হাজার প্রবাসী ইতোমধ্যেই ভোটার হয়ে এনআইডি নিতে আবেদন করেছেন।
বিদেশে বসে ভোটার হতে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (ফরম-২(ক)), মেয়াদসম্বলিত বাংলাদেশি পাসপোর্ট/মেয়াদহীন পাসপোর্ট/এনআইডিধারী তিন নাগরিকের প্রত্যায়ন, অনলাইন জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে (দূতাবাস ডেস্কে) জমা দিতে হবে।
চট্টগ্রাম অঞ্চলের ৫৬টি উপজেলা/থানার প্রবাসী নাগরিকদের জন্য অতিরিক্ত কাগজপত্র জমা বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে—‘বিশেষ তথ্য ফরম’, শিক্ষা সনদ, পিতা-মাতার এনআইডি (মৃত হলে মৃত্যু সনদ), ড্রাইভিং লাইসেন্স বা টিআইএন (প্রযোজ্য ক্ষেত্রে), দ্বৈত নাগরিকত্ব সনদ (কিছু দেশের জন্য প্রযোজ্য), নিকাহনামা, স্বামী-স্ত্রীর এনআইডি (প্রযোজ্য ক্ষেত্রে), নাগরিকত্ব সনদ (কাউন্সিলর, চেয়ারম্যান, মেয়র বা সিইও কর্তৃক), এবং ভোটার এলাকার ঠিকানার প্রমাণস্বরূপ ইউটিলিটি বিলের কপি। ভাড়াটিয়া হলে বাড়িভাড়ার চুক্তিপত্র ও বাড়িওয়ালার অনাপত্তিপত্রও দিতে হবে।
বাধ্যতামূলক নয় এমন কাগজপত্র প্রবাসীরা চাইলে দেশে বসবাসরত আত্মীয়ের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তার কাছে জমা দিতে পারবেন।
প্রবাসীরা সংশ্লিষ্ট দেশে বসে অনলাইনে ভোটার ফরম পূরণ করলে, সব তথ্য যাচাই করতে ইসি ওই ব্যক্তির উপজেলায় তদন্ত করে। তথ্য সঠিক প্রমাণিত হলে তার আবেদন অনুমোদন করা হয় এবং এনআইডি তৈরি করে সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হয়।
২৭ আগস্ট, ২০২৫
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা বুধবার (২৭ আগস্ট) গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।নতুন গঠিত কমিটির সভাপতি করা হয়েছে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এ...
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা বুধবার (২৭ আগস্ট) গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।নতুন গঠিত কমিটির সভাপতি করা হয়েছে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদে...