জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত হত্যা, নির্যাতন ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে ভারতে পলাতক আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
রোববার (৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার সূচনা বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, “জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলোর মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখা। তিনি ছিলেন এই অপরাধগুলোর নিউক্লিয়াস। অন্যান্য অভিযুক্তরা তার নেতৃত্বে কাজ করেছেন এবং তাদের নিরাপত্তা ও পুরস্কার ছিল শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকার ওপর নির্ভরশীল।”
এ সময় আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের আন্তর্জাতিক পরামর্শক, লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল’ ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যান। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আমির হোসেন।
মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামলার তদন্ত শুরু হয় ২০২৪ সালের ১৬ আগস্ট এবং আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয় ২০২৫ সালের ১০ জুলাই। ট্রাইব্যুনাল ১ জুন মামলাটি আমলে নেন।
এ মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে:
১. শেখ হাসিনার ১৪ জুলাইয়ের সংবাদ সম্মেলনে দেওয়া উসকানিমূলক বক্তব্যের পর আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র দলীয় কর্মীদের মাধ্যমে পরিকল্পিত গণহত্যা ও নির্যাতন পরিচালনা।
২. আন্দোলনকারীদের বিরুদ্ধে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদান ও তা বাস্তবায়নের মাধ্যমে নির্বিচার হত্যাকাণ্ড।
৩. রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনায় দায়যুক্তকরণ।
৪. রাজধানীর চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যার ঘটনা।
৫. আশুলিয়ায় ছয় নিরীহ ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ।
তাজুল ইসলাম জানান, মামলার প্রমাণস্বরূপ অডিও রেকর্ড, সাক্ষ্য, আলামত এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্ট উপস্থাপন করা হবে।
এ মামলায় সাবেক আইজিপি মামুনকে অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হিসেবে ট্রাইব্যুনাল ইতিমধ্যে অনুমোদন দিয়েছে।
আদালত মামলার পরবর্তী কার্যক্রমের জন্য দিন ধার্য করেছে, এবং মামলার বিচার দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে উভয় পক্ষকে প্রাসঙ্গিক নথিপত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে।
৬ আগস্ট, ২০২৫
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি বলেন, নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও ও ওসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে সবার চেষ্টা থাকে পরিচিতজনকে এসব পদে রাখার। এ অবস্থায় নিরপেক্ষতা নিশ...
৬ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি বলেন, নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও ও ওসি গুরুত...