সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) চেয়ারম্যান সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা শতাধিক সম্পত্তি বিক্রির উদ্যোগ নিয়েছে প্রশাসক প্রতিষ্ঠান গ্র্যান্ট থর্নটন। বাংলাদেশ সরকার ও দুদকের অনুরোধে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) তাঁর এসব সম্পদ জব্দ করেছে।
সোমবার (১১ আগস্ট) এক টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, বিক্রি হওয়া সম্পত্তির অর্থ দিয়ে দুবাই ও সিঙ্গাপুরভিত্তিক অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোর ঋণ পরিশোধ করা হবে। ঋণদাতাদের মধ্যে রয়েছে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক এবং ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক।
প্রতিবেদন প্রকাশের পর মঙ্গলবার ইউসিবি জানায়, যুক্তরাজ্যের কোম্পানিজ হাউসে তারা সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ থেকে আনুষ্ঠানিকভাবে ২৫ কোটি পাউন্ড দাবি করেছে। ব্যাংকের দাবি, পাচার হওয়া অর্থ দিয়ে লন্ডন ও দুবাইতে সম্পদ কেনা হয়েছে এবং ফরেনসিক অডিটে এর প্রমাণ রয়েছে।
ইউসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফরেনসিক অডিট অনুযায়ী যুক্তরাজ্যের কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানানো হয়েছে। সাইফুজ্জামান চৌধুরী আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হওয়ার আগে ইউসিবির চেয়ারম্যান ছিলেন। পরে তাঁর স্ত্রী রুকমিলা জামান চেয়ারম্যান হলেও ব্যাংকটি নিয়ন্ত্রণ করতেন সাইফুজ্জামান চৌধুরী।
টেলিগ্রাফের তথ্যমতে, যুক্তরাজ্যে তাঁর সম্পত্তির মূল্য প্রায় ১৭ কোটি পাউন্ড, যার মধ্যে তিন শতাধিক ফ্ল্যাট ও হাউজিং ব্লক রয়েছে। এসব সম্পদ বিক্রি করে ঋণ পরিশোধের পরিকল্পনা রয়েছে।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউসিবি, দুদক ও বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে সাবেক পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ পাচার, বেনামি কোম্পানির মাধ্যমে ঋণ অনুমোদন ও আত্মসাতের প্রমাণ মেলে। ওই অর্থ লন্ডন ও দুবাইতে সম্পত্তি কেনায় ব্যবহার হয়েছে বলে অভিযোগ।
২০২৩ সালের ডিসেম্বরে নির্বাচনের আগে টিআইবি নাম প্রকাশ না করে এক মন্ত্রীর বিরুদ্ধে বিদেশে সম্পদ গোপনের অভিযোগ আনে। পরে সমকাল অনুসন্ধানে ওই মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলে নিশ্চিত হয় এবং লন্ডন ও দুবাইয়ে তাঁর ও পরিবারের নামে বহু সম্পত্তির প্রমাণ পায়।
গত জুলাইয়ে দুদকের মামলায় আদালত সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী রুকমিলা জামানসহ সাত সাবেক পরিচালকের ৫৭০ কোটি টাকার শেয়ার জব্দ করে। ইউসিবির অভিযোগ, শেয়ার বাজেয়াপ্ত হওয়া ও দুর্নীতির সঙ্গে যুক্ত কিছু সাবেক পরিচালক ব্যাংকের বার্ষিক সাধারণ সভা বন্ধের চেষ্টা করেছিলেন, তবে আদালত তা খারিজ করে দেয়।
সব অভিযোগ অস্বীকার করে টেলিগ্রাফকে সাইফুজ্জামান চৌধুরী বলেন, তাঁর সব বিদেশি সম্পদ বৈধ অর্থ দিয়ে কেনা এবং তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির শিকার হচ্ছেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...