কানাডা সফর শেষে দেশে ফিরেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
চট্টগ্রাম হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এবং মহানগর বিএনপির সদস্য মো. কামরুল ইসলাম।
মেয়র ডা. শাহাদাত হোসেন ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে শুক্রবার দুপুর দুপুর ৩টা ১০ মিনিটে রওনা হয়ে বিকাল ৪টার দিকে অবতরণ করেন। এর আগে কানাডা সফর শেষে তিনি ঢাকায় পৌঁছান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাৎসরিক মূল্যায়নে দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন গেলো ১ জুলাই কানাডার উদ্দেশ্যে যাত্রা করেন। সফরকালে তিনি বিভিন্ন কূটনৈতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আধুনিক নগরী ব্যবস্থাপনা, প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা, পরিবেশবান্ধব নগরী গঠনের পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন।
এই সফরের অন্যতম উল্লেখযোগ্য অংশ ছিল কানাডার মন্ট্রিয়লের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে চসিক পরিচালিত প্রিমিয়ার ইউনিভার্সিটির মধ্যে একটি কৌশলগত শিক্ষা বিনিময় চুক্তি (MoU) স্বাক্ষরের উদ্যোগ। এই চুক্তির মাধ্যমে উচ্চশিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও কানাডার মধ্যে শিক্ষা সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, মেয়র ডা. শাহাদাত হোসেন টরেন্টোর বাংলা টাউনের ড্যানফোর্থ এলাকায় অন্টারিও প্রদেশের সংসদ সদস্য (এমপিপি) মেরি-মার্গারেট ম্যাকমাহনের সাথে সাক্ষাৎ করেন। সেখানে জলবায়ু সহনশীলতা, উদ্যোক্তা উন্নয়ন (স্টার্টআপ) ও নার্সিং খাতে দক্ষ জনশক্তি গঠনে যৌথ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
টরন্টো সিটি হলে টরেন্টোর মেয়র অলিভিয়া চৌ এবং এমপিপি ডলি বেগমের সাথে চসিক মেয়রের একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নগরীর মধ্যে কৌশলগত সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্বাস্থ্যখাতে প্রশিক্ষিত জনবল আদান-প্রদানের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের এই আন্তর্জাতিক সফরকে চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একই সাথে এই সফর ভবিষ্যৎ নগরী ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণেও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।
সিটিজি পোস্ট/এইচএস
২৬ জুলাই, ২০২৫
চট্টগ্রামের কর্ণফুলীতে টিকটক ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় ১২ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের মতো করে ভিডিও ধারণ করছিল ওই তরুণেরা। ঘটনাটি ঘটে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউ...
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৫ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
চট্টগ্রামের কর্ণফুলীতে টিকটক ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় ১২ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দ...