ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসন থামছে না। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও অন্তত ৯১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৮ জনই গাজা সিটির বাসিন্দা, যাদের মধ্যে ছয়জন ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারান।
প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরাইল মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ চালিয়েছে। প্রতিদিন প্রায় ১০০ মানুষের মৃত্যু হলেও বোমাবর্ষণ বন্ধ হচ্ছে না।
এদিকে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হুমকি দিয়ে বলেছেন, সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ থামানো হবে না। বরং আগ্রাসন আরও বাড়ানো হবে বলেও সতর্ক করেন তিনি।
অন্যদিকে, যুদ্ধবিরতি আলোচনায় কিছু অগ্রগতি হলেও অনিশ্চয়তা কাটেনি। গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ৮ মুসলিম দেশের নেতারা। বৈঠকে ট্রাম্প ২১ দফার একটি প্রস্তাব দেন। আলোচনায় অংশ নেওয়া নেতারা জানিয়েছেন, আলোচনা ‘ভালো’ হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হবে। ওই বৈঠকের পরেই স্পষ্ট হবে যুদ্ধবিরতির সম্ভাবনা।
জাতিসংঘ অধিবেশনে নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, গাজায় ইসরাইলের হামলা অব্যাহত থাকবে। তবে ট্রাম্প সাংবাদিকদের বলেন,আমরা হয়তো যুদ্ধবিরতি চুক্তির দ্বারপ্রান্তে আছি।
সূত্র: আল জাজিরা