বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মোস্তাফিজুর রহমান টুটুকে গ্রেফতার করেছে সিআইডি।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, সোমবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে বাড্ডা এলাকা থেকে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিটের একটি দল তাকে গ্রেফতার করে। ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলার সূত্র ধরে এ গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।
সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটু গুলিবর্ষণের ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন। তিনি সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে আন্দোলন দমনে সক্রিয় ছিলেন এবং নিহত ছাত্র আব্দুল্লাহ সিদ্দিক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণও মিলেছে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) টুটুকে আদালতে সোপর্দ করা হবে এবং তার সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। মামলার রহস্য উদঘাটন, অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে এ মামলায় সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী এস এম কামাল হায়দারকে ১৫ মে এবং মো. খোরশেদ আলমকে ১৭ জুন গ্রেফতার করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি জিগাতলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনায় আব্দুল্লাহ সিদ্দিক নামে এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় ধানমন্ডি থানায় হত্যা মামলা রুজু করা হয়।
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...