ঐকমত্যের ভিত্তিতে গৃহীত জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের অঙ্গীকার করেছে রাজনৈতিক দলগুলো। এর আওতায় সংবিধান ও আইন সংশোধন থেকে শুরু করে গণ–অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি পর্যন্ত নানা বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সনদ বাস্তবায়নের জন্য সংবিধানে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জন করা হবে। পাশাপাশি বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন ও নতুন আইন প্রণয়ন করা হবে। একই সাথে বিধি ও প্রবিধি প্রণয়ন কিংবা সংশোধনের মাধ্যমেও সনদ কার্যকর করা হবে।
দলিলটিতে বলা হয়েছে, দীর্ঘ ১৬ বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষ করে ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে।
এছাড়া গণ–অভ্যুত্থানপূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচারও নিশ্চিত করা হবে। শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, শহীদ পরিবারকে যথাযথ সহায়তা, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থাও থাকবে এ অঙ্গীকারে।
রাজনৈতিক দলগুলো সাতটি বিষয়ে অঙ্গীকার করে জুলাই সনদে সই করবে বলে জানানো হয়েছে।
সমন্বিত খসড়ার অঙ্গীকারনামা অংশে একটি ভূমিকা যুক্ত ছিল। তবে বিএনপি এর কিছু অংশ নিয়ে আপত্তি তোলে। একই সাথে এনসিপিও কিছু অংশে আপত্তি জানায়। অবশেষে চূড়ান্ত খসড়ায় সেই ভূমিকা বাদ দেওয়া হয়েছে।
সিটিজি পোস্ট /এমসি
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...