টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপজ্জনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে ধীরে ধীরে ডুবে যাচ্ছে রাঙামাটির ঐতিহ্যবাহী ঝুলন্ত সেতুটি।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে দেখা যায়, সেতুর পাটাতনে ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত পানি উঠে গেছে। এতে পর্যটকদের মধ্যে হতাশা বিরাজ করছে।
পর্যটন ঘাটের বোট চালক সমিতির নেতা সালাউদ্দিন বলেন, “এভাবে বৃষ্টি চলতে থাকলে আজ-কালকের মধ্যেই পুরো সেতুটি পানির নিচে চলে যাবে। আর তা হলে রাঙামাটির পর্যটন ব্যবসায় বড় ধাক্কা আসবে।”
বাংলাদেশ পর্যটন করপোরেশনের রাঙামাটি শাখার ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, “উজান থেকে নেমে আসা অতিরিক্ত পানির কারণে সেতুর পাটাতনে পানি উঠতে শুরু করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।”
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, "এই সময় কাপ্তাই হ্রদে পানির স্বাভাবিক উচ্চতা থাকার কথা ৮৮.৪৯ এমএসএল (মিন সি লেভেল), কিন্তু বর্তমানে হ্রদে পানির উচ্চতা ১০৫.২৬ এমএসএল। জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট থেকে উৎপাদিত হচ্ছে ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ।"
প্রসঙ্গত, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ এমএসএল হলেও ১০৫ এমএসএল পার হলেই প্রতিবছর ঝুলন্ত সেতুটি ডুবে যায়। বহু বছর ধরে বিভিন্ন উন্নয়ন সংস্থা ও কর্তৃপক্ষ সেতুটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা সেতুটি স্থায়ীভাবে উন্নয়নের দাবিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৩১ জুলাই, ২০২৫
টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদ পানিতে ভরে উঠেছে। তবে পানি ছাড়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনিয়ন্ত্রিতভাবে পানি না বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) সরেজমিন ঘুরে দেখা গেছে, হ্রদের পানির উচ্চতা এখনো স্বাভাবিক পর্যায়ে রয়েছে। হ্রদপাড়ের জনপদ ও চারপাশের প্রকৃতি আবারও হয়ে উঠেছে প্রাণবন্ত ও সচল। তবে ধারণা করা হচ...
৩১ জুলাই, ২০২৫
৩০ জুলাই, ২০২৫
২৯ জুলাই, ২০২৫
২৮ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদ পানিতে ভরে উঠেছে। তবে পানি ছাড়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনিয়ন্ত্রিতভাবে পানি না বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) সরেজমিন ঘুরে দেখা গেছে, হ্রদের পানির উচ্চতা এখনো স্বাভাবি...