রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্প ভরতের উপর ৫০ শতাংশ শুল্ক বাড়িয়ে দিলে শুরু হয় ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য সংকট । বর্ধিত শুল্ক কমানোর জন্য দেশ দুটির মধ্য়ে কয়েক দফা আলোচনা হলেও এখনো কোনো সমাধানে পৌছাতে পারেনি । যুক্তরাষ্ট্রের সাথে দেশটির বাণিজ্যের এমন পরিস্থিতে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে স্বদেশী পণ্যের দিকে ঝুঁকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২১ সেপ্টেম্বর এক জনসভায় দেওয়া ভাষণে তিনি এই ডাক দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে, তিনি আবারও আত্মনির্ভরশীলতার প্রচারকে সামনে নিয়ে আসলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপের পর থেকেই মোদি "স্বদেশী" বা ভারতে তৈরি পণ্যের ব্যবহারকে উৎসাহ দিয়ে আসছেন। তার সমর্থকরা যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ব্র্যান্ড যেমন ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপল বর্জনের প্রচার শুরু করেছেন। এসব ব্র্যান্ড ভারতের মধ্যবিত্ত ও তরুণ সমাজে যেমন জনপ্রিয়, তেমনি বহুজাতিক ভোক্তা সংস্কৃতির অন্যতম প্রতীক।
তবে মোদি চাইছেন এর পরিবর্তন। মোদির ভাষায়, "আমরা প্রতিদিন যে অনেক পণ্য ব্যবহার করি, তার বেশিরভাগই বিদেশি তৈরি, অথচ আমরা তা বুঝতেই পারি না… আমাদের এসব থেকে মুক্তি পেতে হবে।" সোমবার থেকে কার্যকর হতে যাওয়া ব্যাপক ভোক্তা কর হ্রাসের আগে জাতির উদ্দেশে ভাষণে তিনি এ মন্তব্য করেন।
বিশ্লেষকরা বলছেন, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের ব্যবহার উৎসাহিত করতে দেওয়া হচ্ছে এই কর ছাড়।
মোদি বলেন, "আমাদের উচিত ভারতে তৈরি পণ্য কেনা।" তবে ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের নাম নেননি।
১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারত দীর্ঘদিন ধরে আমেরিকান ভোক্তাপণ্যের অন্যতম প্রধান বাজার। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন খুচরা বিক্রেতা অ্যামাজন ডটকমের মাধ্যমে দেশটিতে আমেরিকান ব্র্যান্ডের প্রসার এমনকি ছোট শহরগুলোতেও গভীরভাবে ছড়িয়ে পড়েছে।
এমন বাস্তবতায়, মোদি দেশটির খুচরা বিক্রেতাদেরও আহ্বান জানান দোকানে শুধুমাত্র "মেড ইন ইন্ডিয়া" পণ্যের ওপর গুরুত্ব দিতে। তার দাবি, এতে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে।
এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বহু কোম্পানি স্থানীয় পণ্যের প্রচার আরও জোরদার করেছে।
এ অবস্থায় ভারতীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল খুব শিগগিরই ওয়াশিংটন সফরে যাচ্ছেন বাণিজ্য বৈঠকে অংশ নিতে। দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন প্রশমনের অংশ হিসেবে এই সফরের পরিকল্পনা করা হচ্ছে।
খবর টিবিএস
সিটিজিপোস্ট/জাউ
২২ সেপ্টেম্বর, ২০২৫
H-1B ভিসার উপর ১ লাখ মার্কিন ডলার ফি আরোপের নির্দেশ আসার পরই বড় ধরনের অস্থিরতা তৈরি হয় মার্কিন প্রযুক্তি খাতে। অ্যামাজন ও মাইক্রোসফটের মতো শীর্ষ তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো রবিবার সকাল ৯টা ৩১ মিনিটের মধ্যে বিদেশে থাকা কর্মীদের দ্রুত আমেরিকায় ফিরে আসার নির্দেশ দেয়। জরিমানার ভয়ে অনেক H-1B ভিসাধারী তড়িঘড়ি করে ফ্লাইট বুক করতে শুরু করেন। এর ফলে হঠাৎ করেই...
২১ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
২২ সেপ্টেম্বর, ২০২৫
H-1B ভিসার উপর ১ লাখ মার্কিন ডলার ফি আরোপের নির্দেশ আসার পরই বড় ধরনের অস্থিরতা তৈরি হয় মার্কিন প্রযুক্তি খাতে। অ্যামাজন ও মাইক্রোসফটের মতো শীর্ষ তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো রবিবার সকাল ৯টা ৩১ মিনিটের মধ্যে বিদেশে থাকা কর্মীদের দ্রুত আমেরিকায় ফিরে আসার ন...