ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।
আজ রোববার বিকেলে এক বিবৃতির মাধ্যমে তিনি এ ঘোষণা দিতে পারেন।
এর আগে গত জুলাইয়ে স্টারমার বলেছিলেন, ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হয় এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ না হয়, তবে সেপ্টেম্বরে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে। সেই ঘোষণার পরই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই সিদ্ধান্ত ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এতদিন বলা হচ্ছিল, শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং সর্বোচ্চ প্রভাবের সময়েই এ ধরনের স্বীকৃতি আসবে।
যুক্তরাজ্যের এ পদক্ষেপ ইতোমধ্যেই ইসরায়েলি সরকার, জিম্মিদের পরিবার এবং রক্ষণশীল মহলের তীব্র সমালোচনার মুখে পড়েছে।
২০ সেপ্টেম্বর, ২০২৫
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ মোট নয়টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসায় অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা। একইসঙ্গে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক নাগরিকরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।ইউএই অভিবাসন কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো হলো: আফগানিস্তান, লিবিয...
২০ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ মোট নয়টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসায় অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা। একইসঙ্গে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক নাগরিকরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়ব...