চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে নগরজুড়ে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ তুলেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম।
বৃহস্পতিবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাব নেতারা জানান, চট্টগ্রামে এডিস মশার প্রজনন আশঙ্কাজনক হারে বেড়েছে। আইইডিসিআর-এর তথ্য অনুযায়ী, চলতি বছর লার্ভার ঘনত্ব ৭৫.২৯ শতাংশে পৌঁছেছে—যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহনীয় সীমার (২০ শতাংশ) প্রায় চারগুণ।
বিবৃতিতে বলা হয়, “বাসাবাড়িতে লার্ভার উপস্থিতিও ৩৭ থেকে বেড়ে ৪৮ শতাংশে পৌঁছেছে। এ পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।”
ক্যাব নেতাদের অভিযোগ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মশকনিধন কার্যক্রমে প্রশাসনিক দুর্বলতা ও অসহযোগিতার কারণে কার্যকর অগ্রগতি হচ্ছে না। মেয়র ডা. শাহাদত হোসেন কিছু পদক্ষেপ নিলেও তা স্থায়ী প্রভাব ফেলতে পারেনি।
তারা আরও বলেন, “নগরের নালা-নর্দমা, খাল ও বাসার আশপাশে জমে থাকা স্বচ্ছ পানি পরিষ্কার না করায় এডিস মশার প্রজনন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। পরিচ্ছন্নতাকর্মীদের মাঠে কার্যকর উপস্থিতিও প্রশ্নবিদ্ধ।”
চিকুনগুনিয়া পরীক্ষার ব্যবস্থা না থাকা এবং বেসরকারি খাতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগও তোলেন তারা।
পরিস্থিতি মোকাবিলায় ক্যাব-এর দাবি জরুরি ভিত্তিতে সমন্বিত ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালু, বিনামূল্যে চিকুনগুনিয়া পরীক্ষার ব্যবস্থা, স্বাস্থ্য খাতে নজরদারি ও কঠোর তদারকি
বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনসহ ১০ জন নেতৃবৃন্দ।
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব নয়।"তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের প্রাণ। তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আজ...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভ...