শারজাহ বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হলেন শাহাদাত হোসেন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৩১ অক্টোবর, ২০২৫
.jpg%3Fv%3D1761913997977&w=3840&q=75)
সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ প্রবাসীদের সংগঠন শারজাহ বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন প্রবাসী শাহাদাত হোসেন।
দীর্ঘদিন ধরে সমিতির কার্যক্রমে সক্রিয় থাকা এবং প্রবাসীদের মাঝে জনপ্রিয় মুখ, শাহাদাত হোসেন, আনুষ্ঠানিকভাবে শারজাহ বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
জানা যায়, তিনি এর আগে সমিতির সহ-সভাপতির পদে দায়িত্ব পালন করেছেন। সভাপতির অনুপস্থিতিতে তিনি একাধিকবার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের কার্যক্রমও সফলভাবে পরিচালনা করেছেন।
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়ে শাহাদাত হোসেন বলেন, ‘আমি আনন্দিত এবং একই সাথে সম্মানিত বোধ করছি পাশাপাশি বাংলাদেশ সমিতি’র আবুধাবির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সমিতির কার্যকরী কমিটি ও আজীবন সদস্য এবং শারজাহ ও ইউএই'র বসবাসরত প্রবাসী ভাই-বোনদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাব।’ তিনি আরও বলেন,সমিতির কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি বাংলাদেশ প্রবাসীদের সহযোগিতা ও দোয়া কামনা করছি ‘
এদিকে, এই দায়িত্ব গ্রহণের ফলে শারজাহতে প্রবাসীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং কল্যাণমূলক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আরব আমিরাত কমিউনিটির নেতৃবৃন্দরা প্রত্যাশা করেন।
সিটিজিপোস্ট/জাউ
_(5).jpg%3Fv%3D1761916648725&w=3840&q=75)
_(2).jpg%3Fv%3D1761911580081&w=3840&q=75)
_(1).jpg%3Fv%3D1761903154226&w=3840&q=75)

