চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা পুলিশের (ডিবি পশ্চিম) অভিযানে একটি সংঘবদ্ধ মোবাইল ছিনতাইকারী ও চোর চক্রের মূল হোতাসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে।
শনিবার (১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানাধীন বড়পুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় আসামীদের কাছ হতে ৪টি টিপ ছোরা এবং মোট ১৫টি চোরাইকৃত মোবাইল উদ্ধার করা হয়।
শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ তুষার (৩০), মোহাম্মদ আরিফ (২৭), মোঃ রিপন ওরফে হৃদয় (২৮), মোঃ নজরুল আহাম্মদ সাগর (২৫), মোঃ আরিফ (২৩), আবুদুর রহমান রানা (২৮), মোঃ দেলোয়ার মিয়া (৩২), মোঃ বাবু (২৫), মোঃ রনি (৩০), মোঃ ওমর ফারুক (২২), মোঃ নাজিম (২৬), মোঃ জসীম উদ্দিন (২৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে যে, তারা সংঘবদ্ধভাবে যাত্রীবাহী বাসে জটলা সৃষ্টি করে যাত্রীদের মোবাইল ছিনতাই করত। এছাড়াও পথচারীদের ভয়ভীতি দেখিয়ে মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়াও ছিল তাদের কৌশলের অংশ।
গ্রেফতারকৃত মোঃ তুষার এর বিরুদ্ধে সিএমপি ও ডিএমপির অন্তত ১০টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে অস্ত্র, ছিনতাই, এবং দ্রুত বিচার আইনের ধারায় মামলা। মোহাম্মদ আরিফ এর বিরুদ্ধেও রয়েছে ছয়টিরও বেশি মামলা, যার মধ্যে রয়েছে খুলশী, পাঁচলাইশ, বন্দরসহ বিভিন্ন থানায় অস্ত্র ও ছিনতাই মামলা।
এছাড়া রিপন ওরফে হৃদয়, নজরুল আহাম্মদ সাগর, আবুদুর রহমান রানা, মোঃ আরিফ, মোঃ বাবু, ওমর ফারুক, জসিম উদ্দিন সহ অধিকাংশ আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও ঢাকার বিভিন্ন থানায় পূর্বে রুজু হওয়া একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
সিটিজিপোস্ট/এসএমএফ
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব নয়।"তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের প্রাণ। তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আজ...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভ...