রমজানের আগেই ভোট, ব্যালট পাঠানো হবে প্রার্থীদের প্রতীকসহ
আগামী ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। সেইসঙ্গে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্বাচন কমিশনের বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যারা ভোটার হবেন, তারা আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রবাসীদের জন্য প্রথমবারের মতো পোস্টাল ব্যালট চালু করতে যাচ্ছে ইসি। এ ক্ষেত্রে নির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীকসহ ব্যালট পেপার প্রবাসীদের কাছে পাঠানো হবে।
এদিনের বৈঠকে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হলেও আরপিও নিয়ে আলোচনা অসমাপ্ত রয়েছে, যা পরবর্তী বৈঠকে পুনরায় আলোচনা হবে।
তফসিল ঘোষণার নির্দিষ্ট তারিখ এখনও ঠিক না হলেও, নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, “আপনারা ধরেই নিতে পারেন, ডিসেম্বর মাসের প্রথমার্ধেই আপনারা তফসিল পাবেন।” তিনি আরও বলেন, “ভোট হবে রমজান মাস শুরুর আগে। যদি ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু হয়, তবে তার আগেই নির্বাচন, শপথগ্রহণ এবং নতুন সরকার গঠনের কাজ শেষ করতে হবে।”
তফসিল ভোটের প্রায় ৬০ দিন আগে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...