ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পের তিনটি ‘প্লট দুর্নীতি’ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ সোমবার (১১ আগস্ট)। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ সাক্ষ্য গ্রহণ করবেন।
গত ৩১ জুলাই আদালত শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তাদের সন্তানদের বিরুদ্ধে মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর মধ্যে তিন মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ ১১ আগস্ট ধার্য করা হয়।
এছাড়া, একই প্রকল্পে প্লট দুর্নীতির আরও তিন মামলায় শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হবে ১৩ আগস্ট।
গত ডিসেম্বরে দুদক পূর্বাচল নতুন শহর প্রকল্পে তাদের নামে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে। চলতি বছরের ১২ জানুয়ারি পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক। পরে একই অভিযোগে বাকিদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১২ আগস্ট, ২০২৫
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার (১২ আগস্ট) থেকে প্রচলন করা হবে।গত ১০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।নতুন নোটের ডিজাইনে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্...
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার (১২ আগস্ট) থেকে প্রচলন করা হবে।গত ১০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক...