নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (৩ আগস্ট) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরে এক আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পর্ষদের উদ্বোধন করেন।
এই পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার হতে কমান্ডার, কমান্ডার হতে ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন হতে কমডোর, এবং বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হতে উইং কমান্ডার, উইং কমান্ডার হতে গ্রুপ ক্যাপ্টেন এবং গ্রুপ ক্যাপ্টেন হতে এয়ার কমডোর পদে কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্য এবং সকল শ্রেণি-পেশার মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধা ও ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি দেশের শান্তিকালীন দুর্যোগ মোকাবিলা, জাতীয় প্রয়োজনে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং বিশেষ করে ২০২৪ সালের আন্দোলন-পরবর্তী সংকটে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনসেবায় বাহিনীর অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি বলেন, এসব ভূমিকা দেশের মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ড. ইউনূস দেশের সুনীল অর্থনীতির উন্নয়নে নৌবাহিনীর অবদানের কথা উল্লেখ করে গভীর সমুদ্রবন্দর ব্যবস্থাপনা, উপকূলীয় উন্নয়ন, মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ (MIDA) প্রতিষ্ঠাসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এছাড়াও, বাহিনী কর্তৃক শিক্ষাব্যবস্থায় অবদান এবং আধুনিকীকরণের প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নৌবাহিনী ও বিমান বাহিনী দেশের সংবিধান সমুন্নত রেখে যেকোনো সংকটে ও দুর্যোগে মানবিক দায়িত্ব পালন করে যাবে। একইসঙ্গে তিনি দেশপ্রেমিক, দক্ষ, মেধাবী, সৎ ও মানবিক গুণাবলিসম্পন্ন কর্মকর্তাদের নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী পর্ষদকে যথাযথ নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম. নাজমুল হাসান ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ গুঞ্জ, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। তারা মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং নির্বাচনী পর্ষদের সঙ্গে সম্পৃক্ততার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাহিনী প্রধানগণ বলেন, প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় দেশপ্রেম, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলির মাপকাঠিতে উপযুক্ত কর্মকর্তা নির্বাচন সম্ভব হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাননীয় প্রধান উপদেষ্টা নৌবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন এবং নৌবাহিনী, বিমান বাহিনী ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৫ আগস্ট, ২০২৫
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানান, নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যাতে রমজান শুরুর আগে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন সম্পন্ন করা যায়।মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জুলাই গণ-অভ্যুত্...
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানান, নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যাতে রমজান শুরুর আগে, অর্থাৎ ফে...