চট্টগ্রামের রাউজানে দেশীয় তৈরি অস্ত্রসহ মো. সালাউদ্দিন (৪১) নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করে রাউজান থানা পুলিশ। ১৮ আগস্ট (সোমবার) দুপুরে তাকে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া। গ্রেপ্তারকৃত সালাউদ্দিন উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের শহীদুল্লাহ্ কাজীর বাড়ির মৃত আনোয়ার মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. খোরশেদ আলম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গৌরসংকর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, "আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাউজান থানাধীন গৌরসংকর হাটের নারায়ণের দোকানের সম্মুখ হতে সালাউদ্দিন নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করি। এই সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি ও ১টি বিশেষ কায়দায় প্রস্তুতকৃত ধারালো লম্বা ছোরা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় উক্ত আসামী অস্ত্র প্রদর্শন করে পাহাড়তলী এলাকায় ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধ সংঘটন করে আসছে।"
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, "গ্রেপ্তারকৃত সালাউদ্দিন দীর্ঘ কয়েক বছর প্রবাসে ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে স্থানীয় যুবদলের রাজনীতির সাথে সক্রিয় হয়ে উঠেন। প্রায় সময় মাদকাসক্ত হয়ে নানান জনকে হুমকি-ধামকি ও গালিগালাজ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গৌরসংকর হাটের একজন দোকানদার বলেন, "কিছুদিন পূর্বে সন্ত্রাসী সালাউদ্দিন মদ খেয়ে বাজারের রাজীবের চায়ের দোকান ভাংচুর করেন সাথে রাজীব শীলের মোটরসাইকেল ভাংচুর ও মারধর করেন। বাজারের উত্তরে মাজার গেইট এলাকায় একজন অটোরিকশা চালককে মারধর করে টাকা-পয়সা হাতিয়ে নেন। গত রবিবার রাতে বাজারে এসে নানাজনকে গালিগালাজ করতে থাকেন। অস্ত্র দিয়ে ফাঁকা গুলি করেন। ফায়ারের পর বাজারের সিসি ক্যামেরা খুঁজতে থাকেন এই দৃশ্য । এমন সময় পুলিশ এসে তাকে গ্রেপ্তার করেন। পুলিশের সম্মুখে উপস্থিত জনতাকে হুমকি দিয়ে বলেন, "৬মাস পর ফিরে এসে দেখ নিব।"
সিটিজি পোস্ট/ এসএইচএস
১২ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। তিনি বলেন, রাজনৈতিক কর্মীরা শুধু দলের সম্পদ নয়, দেশেরও সম্পদ। রাজনীতি একটি বিজ্ঞান, যা শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে আত্মস্থ না হলে পূর্ণতা পায় না।শুক্রবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। তিনি বলেন, রাজনৈতিক কর্মীরা শুধু দলের সম্পদ নয়, দেশেরও সম্পদ। রাজনীতি একটি বিজ...