দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে বরখাস্ত হওয়া আলোচিত কর্মকর্তা মো. শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে চাকরিচ্যুতির দিন থেকে পূর্বের সব বেতন, ভাতা ও সুযোগ-সুবিধা ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন শরীফ উদ্দিন নিজেও।
শরীফ উদ্দিন ২০১৯ সাল থেকে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় ভূমি অধিগ্রহণে দুর্নীতি এবং নানা অনিয়মের তদন্তে তার কার্যকর ভূমিকার জন্য তিনি দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন।
তবে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি কোনো কারণ না দেখিয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দুদক। ওই সময় শরীফ উদ্দিন অভিযোগ করেন, প্রভাবশালী দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণেই তাকে অপসারণ করা হয়েছে।
তিনি দাবি করেন, তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না থাকা সত্ত্বেও চাকরিচ্যুতি করা হয়েছে, যা সংবিধান ও প্রশাসনিক ন্যায়বিচারের পরিপন্থী।
হাইকোর্ট রায়ে উল্লেখ করে, শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির সিদ্ধান্ত ছিল আইনবহির্ভূত এবং অবিচারমূলক। আদালত বলেন, “একজন সরকারি কর্মচারীকে যথাযথ কারণ ও প্রক্রিয়া অনুসরণ না করে চাকরি থেকে বাদ দেওয়া সংবিধান পরিপন্থী এবং প্রজাতান্ত্রিক প্রশাসনিক ব্যবস্থার পরিপন্থী।”
চাকরিচ্যুতির পর শরীফ উদ্দিনের পক্ষে জনমত গড়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার চাকরি ফেরানোর দাবিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সাধারণ মানুষ, নাগরিক সমাজ ও বিভিন্ন পেশাজীবীর পক্ষ থেকেও সমর্থন আসে।
এ সময় অভিযোগ উঠে, শরীফ উদ্দিনকে নিয়ে ইতিবাচক সংবাদ, অনুসন্ধান রিপোর্ট ও সামাজিকমাধ্যমের কনটেন্ট মুছে ফেলা হয়। বিষয়টি নিয়ে তখন ব্যাপক অনলাইন আলোচনা-সমালোচনা হয়।
হাইকোর্টের এই রায়ের আলোকে এখন দুদককে শরীফ উদ্দিনকে তার আগের পদে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ হিসেবে তার সব পাওনা ফেরত দিতে হবে। এ রায় দুর্নীতিবিরোধী আন্দোলন এবং সৎ কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
১০ জুলাই, ২০২৫
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় কমেছে পাসের হার। তবে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা। এবার পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। যা গতবছর ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন, গতবছর পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। মোট পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ জন।বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ, গতবারের চেয়ে ২ শতাংশ কমেছে৷ ব্যবসায় শিক্ষায় ৭৩ দশমিক ৫৪ শ...
১০ জুলাই, ২০২৫
১০ জুলাই, ২০২৫
১০ জুলাই, ২০২৫
১০ জুলাই, ২০২৫
৯ জুলাই, ২০২৫
১০ জুলাই, ২০২৫
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় কমেছে পাসের হার। তবে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা। এবার পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। যা গতবছর ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন, গতবছর পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। মোট পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ জন।ব...