সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে চুক্তির পথে এগোচ্ছে বাংলাদেশ সরকার। আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই এই চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
ড. আসিফ নজরুল বলেন, “বাংলাদেশ এর আগে কখনও সৌদি আরবের সঙ্গে এমন ধরনের চুক্তি করেনি। এমনকি ভারত বা পাকিস্তানের সঙ্গেও এমন চুক্তি হয়নি। এটি হলে সৌদিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা আরও নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, “বিগত সরকারও এমন চুক্তি করতে চেয়েছিল, কিন্তু সফল হয়নি। আমরা সেটা বাস্তবায়নের পথে এগোচ্ছি। এটি দেশের জন্য একটি বড় অগ্রগতি।”
বিদেশগামী কর্মীদের হয়রানি কমাতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে উপদেষ্টা বলেন, “আমরা বিদেশযাত্রা প্রক্রিয়া সহজ করেছি। মন্ত্রণালয়ে ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। নতুন যারা বিদেশে যাবেন, তারা এর সুবিধা পাবেন।”
প্রবাসে যাওয়ার আগে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে আসিফ নজরুল বলেন, “বিদেশ মানেই স্বর্গ নয়। যাওয়ার আগে ভালোভাবে যাচাই-বাছাই করে যেতে হবে। অনেক সময় দেখা যায়, ৮-৯ লাখ টাকা খরচ করে এমন জায়গায় গেছেন, যেখানে খাবার, থাকার কোনো ব্যবস্থাই নেই। আমি নিজ চোখে সৌদিতে এমন অবস্থা দেখেছি, যা বাংলাদেশের বস্তির চেয়েও খারাপ।”
তিনি আরও বলেন, “আপনার কাছে যদি ১০ লাখ টাকা থাকে, সেটা দিয়ে দেশে ছোটখাটো ব্যবসা করলেও চলা সম্ভব। দেশে ১৮ কোটি মানুষ— একটা দোকান দিয়েও জীবন চলে যায়। আমি কাউকে নিরুৎসাহিত করছি না, কিন্তু মরিয়া হয়ে যেন কেউ ভুল পথে না যায়।”
প্রতারকদের বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে তিনি বলেন, “৯৯ শতাংশ শ্রমিক সৎ ও পরিশ্রমী। কিন্তু বাকি ১ শতাংশ নানা অপকর্মে জড়িয়ে পড়ে, যা দেশের ভাবমূর্তি নষ্ট করে এবং বৈধভাবে শ্রমিক পাঠানো কঠিন করে তোলে।”
চূড়ান্তভাবে তিনি বলেন, “যারা অবৈধভাবে বিদেশে অবস্থান করছেন, তাদের বৈধতা দিতে আমরা কাজ করছি। ভবিষ্যতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই খাত আরও উন্নয়নের পথে এগোবে।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
৩০ আগস্ট, ২০২৫
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে ছড়ানো অডিওটি ভুয়া বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে মন্ত্রণালয়।শনিবার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপি...
৩০ আগস্ট, ২০২৫
২৯ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে ছড়ানো অডিওটি ভুয়া বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়ে...