আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৫৪৭ জন কর্মকর্তা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে চাকরিচ্যুত হয়েছেন। তারা ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদকে দায়ী করছেন।
গত রোববার (১০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত কর্মকর্তারা জানান, ২০২৫ সালের ২০ জুলাই থেকে ব্যাংকের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে একে একে তাদের চাকরি বাতিল করা হয়।
চাকরিচ্যুত কর্মকর্তারা বলছেন, এই অবিচারের প্রতিবাদে গত ২৮ জুলাই থেকে তারা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে গণআন্দোলন চালাচ্ছিলেন। কিন্তু ৭ আগস্ট তাদের উপর লাঠিপেটা করে দমন করা হয়, যার ফলে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন।
তারা আরও অভিযোগ করেন, ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ স্বজনপ্রীতি ও ঘুষ গ্রহণের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছেন।
চাকরিচ্যুত কর্মকর্তারা জানান, গত এক বছরে প্রায় দুই শতাধিক নতুন নির্বাহী ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, যাদের অধিকাংশের বিরুদ্ধে পূর্ববর্তী প্রতিষ্ঠানগুলোতে আর্থিক দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। এতে ব্যাংকের অর্থনৈতিক ক্ষতি হওয়া ছাড়াও ব্যাংকের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তারা বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সুষ্ঠু ও স্বচ্ছ পরিচালনার জন্য হস্তক্ষেপ করা হোক, তাদের চাকরি পুনর্বহাল ও ব্যাংকের শাসন ব্যবস্থা উন্নত করার ব্যবস্থা নেওয়া হোক।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...