চট্টগ্রাম নগর পুলিশ পরিচালিত সিএমপি স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর ২৭ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। একই সঙ্গে পুলিশের আরও ৮ জন অসুস্থ সদস্যকে চিকিৎসা ভাতা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়াস্থ পুনাক কার্যালয় মিলনায়তনে তাদের হাতে বৃত্তির টাকা তুলে দেন পুনাক সিএমপি সভানেত্রী সামিরা আজিজ। এসময় পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, পুনাক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কল্যাণমূখী নানান কর্মসূচি পালন করে। আজকের বৃত্তি প্রদানও তার অংশ। ভবিষ্যতেও বৃত্তিসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে পুনাক।
এর আগে পুনাক সভানেত্রী সামিরা আজিজ অন্যান্য অতিথিদের নিয়ে একজন পঙ্গু ব্যক্তির হাতে চিকিৎসা সহযোগিতা এবং দুঃস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, পুনাকের সাধারণ সম্পাদক মোহসেনা আফরোজ লাবনী, কোষাধক্ষ্য কানিজ ফাতেমা, দপ্তর সম্পাদিকা আজমির পেয়ারী, উৎপাদন সম্পাদিকা ডা. ফারজানা আক্তার, বিপণন সংবাদিকা মাজেদা মজিদ জুঁই ও ফাতেমা যুথি এবং সদস্য সানিয়া আক্তার।
সিটিজিপোস্ট/ জেউ
১৩ সেপ্টেম্বর, ২০২৫
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবার মনোনয়ন পত্র বিতরণের মধ্য দিয়ে শুরু হবে পূর্ণ আমেজ। আগামীকাল রোববার সকাল সাড়ে নয়টা থেকে মনোনয়ন পত্র নিতে পারবেন প্রার্থীরা। এর আগে ২৮ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আজ (১৩ সেপ্টেম্বর) রাতের মধ্যে অথবা কাল সকা...
১৩ সেপ্টেম্বর, ২০২৫
১৩ সেপ্টেম্বর, ২০২৫
১৩ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১৩ সেপ্টেম্বর, ২০২৫
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবার মনোনয়ন পত্র বিতরণের মধ্য দিয়ে শুরু হবে পূর্ণ আমেজ। আগামীকাল রোববার সকাল সাড়ে নয়টা থেকে মনোনয়ন পত্র নিতে পারবেন প্রার্থীরা। এর আগ...