সিলেটের পর্যটনকেন্দ্র সাদা পাথরে নজিরবিহীন লুটপাটের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটিতে রাখা হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে। অথচ লুটপাট ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এতে সুষ্ঠু তদন্ত নিয়েই প্রশ্ন উঠেছে।
সাদাপাথরের অবস্থান কোম্পানীগঞ্জ উপজেলায়। আজিজুন্নাহার এ উপজেলার ইউএনও থাকার সময়ই ব্যাপক লুটপাট হয়। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রশাসনের গাফিলতিকে দায়ী করেছে। এমনকি ইউএনওর সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে। এর মধ্যেই তাঁকে তদন্ত কমিটিতে রাখা নিয়ে সমালোচনা শুরু হয়।
সমালোচনার মধ্যে শনিবার ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সাদা পাথর এলাকায় আনসার সদস্যদের নিয়ে দাঁড়িয়ে আছেন ইউএনও আজিজুন্নাহার। তাঁর সামনেই নৌকায় করে পাথর লুট হচ্ছে। তবে ইউএনও বা আনসার সদস্যদের কাউকে বাধা দিতে দেখা যায়নি। ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
আজিজুন্নাহার চলতি বছরের ১৪ জানুয়ারি কোম্পানীগঞ্জে ইউএনও হিসেবে যোগ দেন। তবে রবিবার (১৭ আগস্ট) তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।
পরিবেশ কর্মীদের অভিযোগ, ইউএনও ও স্থানীয় প্রশাসনের যোগসাজশেই পাথর লুট হয়েছে। স্থানীয়দের মতে, গত বছরের ৫ আগস্টের পর থেকে অন্তত দেড় কোটি ঘনফুট পাথর লুট হয়েছে, যার কোনো সরকারি হিসাব নেই।
সমালোচনার মুখে জেলা প্রশাসন গত ১২ আগস্ট তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসেন সিংহকে প্রধান করে গঠিত কমিটির সদস্য করা হয় ইউএনও আজিজুন্নাহার ও পরিবেশ অধিদপ্তরের একজন সহকারী পরিচালককে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও রোববার পর্যন্ত তা জমা পড়েনি।
দুদকের সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মো. নাজমুস সাদাত বলেন, স্থানীয় প্রশাসন আরও সতর্ক ও কার্যকর ভূমিকা নিতে পারত। পরিবেশ আইনবিদ সমিতি-বেলা সিলেটের সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ শাহেদা আক্তারের মতে, প্রশাসন ইচ্ছাকৃতভাবে লুটপাট ঠেকায়নি। তদন্ত কমিটিতে ইউএনওকে রাখা জনগণের সঙ্গে তামাশার শামিল।
এ বিষয়ে জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ জানান, ইউএনও সাচিবিক দায়িত্বে থাকবেন। তাঁর কাছে থাকা তথ্য-উপাত্ত তদন্তে সহায়ক হবে। তবে গাফিলতির প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সাদা পাথর লুট ঠেকাতে চলমান অভিযানে এখন পর্যন্ত চার লাখ ঘনফুটের বেশি পাথর উদ্ধার হয়েছে। সর্বশেষ রোববার সিলেট সদর উপজেলার সালুটিকর ভাটা এলাকায় মাটিচাপা অবস্থায় জব্দ করা হয়েছে আরও ১১ হাজার ঘনফুট পাথর। এসময় দুজনকে আটক করা হয়।
এর আগে শনিবার মধ্যরাতে কোম্পানীগঞ্জ থেকে চারজন এবং শুক্রবার রাতে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। একইদিন ধোপাগুল এলাকায় আড়াই লাখ ঘনফুট, গোয়াইনঘাটের বিন্নাকান্দি থেকে ২ হাজার ৫০০ ঘনফুট এবং জৈন্তাপুর থেকে ৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।
প্রশাসনের তথ্যমতে, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই সাদা পাথরে প্রকাশ্যে লুট শুরু হয়। শত শত নৌকায় দিনে-দুপুরে পাথর সরানো হয়েছে, এমনকি নদী তীরের বালিও তুলে নেওয়া হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের অনেক নেতার জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইতোমধ্যে বিএনপি নেতা ও পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনের পদ স্থগিত করা হয়েছে।
এদিকে হাইকোর্ট সম্প্রতি সাত দিনের মধ্যে লুট হওয়া পাথর উদ্ধার করে যথাস্থানে প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছে। পাশাপাশি লুটে জড়িতদের তালিকা আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন এইচআরপিবির পক্ষে করা রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
সূত্র :TBS
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৭ আগস্ট, ২০২৫
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম এবার ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে পরিচালনার অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ চার দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।এর আগে যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় এ কার্যক্রম পর...
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম এবার ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে পরিচালনার অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ চার দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র ম...