‘ফ্যাসিস্ট হাসিনা বিরোধী গণতান্ত্রিক আন্দোলন’ এবং ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে’ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা শুরু হয়েছে।
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী অডিটোরিয়ামে এ সভা শুরু হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর দেশাত্মবোধক গান এবং চট্টগ্রামে শহীদ ওয়াসিম ও শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম শাখার আহবায়ক অ্যাডভোকেট তারিক আহমেদ এবং সঞ্চালনায় আছেন সদস্য সচিব অ্যাডভোকেট আহমদ কামরুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাকর্মীরা এতে উপস্থিত রয়েছেন।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চলমান গণতান্ত্রিক সংগ্রামে নতুনভাবে শপথ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
সিটিজি পোস্ট/ এসএমএফ
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব নয়।"তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের প্রাণ। তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আজ...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভ...