নয় মাসের শিশুকে বিষ খাইয়ে বিষপান করেছেন মা নিজেও
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২১ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়িতে মানসিক ভারসাম্যহীন এক মা তার নয় মাস বয়সী সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেছেন। এতে শিশু আব্দুল্লাহ (৯ মাস) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কবির আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ওইদিন দুপুর ৩টার দিকে আমেনা খাতুন (৩৫) নিজে সন্তানকে নিয়ে হাসপাতালে আসেন। তারা দুজনেই বিষপান করে অসুস্থ ছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, আমেনা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার বাপের বাড়িতেই এ ঘটনা ঘটে। রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আব্দুল্লাহ মারা যায়। বর্তমানে মা চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শিশু আব্দুল্লাহ সুন্দরপুর ইউনিয়নের মুহাম্মদ ফিরোজের সন্তান।
সিটিজিপোস্ট/জাউ




