বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সমঝোতা চুক্তি ভঙ্গের অভিযোগে সুদসহ প্রায় ৪১ কোটি টাকা পাওনা দাবি করেছে বোর্ড। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
বিসিবির ভাষ্য, বিপিএলের প্রথম দুই আসরে খেলোয়াড় ও কোচিং স্টাফদের পারিশ্রমিক, ফ্র্যাঞ্চাইজি বিল, করসহ নানা খরচ চিটাগং কিংস পরিশোধ করতে ব্যর্থ হয়। ওই খরচ বহন করে বিসিবি, ফলে তখনই প্রায় ১৯ কোটি টাকা পাওনা হয়ে যায় বোর্ডের।
গত আসরে ফ্র্যাঞ্চাইজি হওয়ার আগ্রহ দেখালে চিটাগং কিংস বিসিবির সঙ্গে সমঝোতায় পৌঁছায়। চুক্তি অনুযায়ী, তাদের বোর্ডকে সাড়ে ৩ কোটি টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু এক বছর পার হলেও অর্থ পরিশোধ করেনি তারা। অবশেষে গত ২২ জুলাই বিসিবি আইনি নোটিশ পাঠায়, যেখানে প্রায় ৪১ কোটি টাকার দাবি জানানো হয় এবং আগের চুক্তি বাতিল করা হয়।
বিসিবি জানায়, এখন আর সাড়ে ৩ কোটি টাকা পরিশোধ করে দায়মুক্তি পাওয়ার সুযোগ নেই চিটাগং কিংসের। এছাড়া বিপিএলের সাম্প্রতিক আসরেও কোচিং স্টাফ, খেলোয়াড় ও হোটেল ভাড়াসহ বিভিন্ন খাতে বকেয়া রেখেছে দলটি। এসব বিষয়ে বোর্ডের কাছে লিখিত অভিযোগও এসেছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস