প্রশাসনের কাছে তথ্য থাকলেও কার্যকর পদক্ষেপের অভাব
চট্টগ্রামের রাউজানের কদলপুরে এক সপ্তাহের ব্যবধানে একই কৃষকের গোয়ালঘর থেকে ধারদেনা করে কেনা একটি ষাঁড় ও দুইটি মহিষ চুরি হয়ে গেছে। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয় খামারিরা।
ঘটনাটি ঘটেছে কদলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফকিরছড়ি হাট সংলগ্ন ফকির শাহা কাজীর নতুন বাড়িতে। ভুক্তভোগী কৃষক মো. নুরুল আলম (৭০), মৃত আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, "কৃষি কাজের পাশাপাশি নুরুল আলম ধারদেনা করে গত তিন বছর ধরে কোরবানির ঈদ ও ওরশের জন্য গরু-মহিষ কিনে লালনপালন করে আসছিলেন। এবারের কোরবানির পর তার গোয়ালঘরে একটি ষাঁড় ও দশটি মহিষ ছিল।"
গত শনিবার (১০ আগস্ট) ভোরে ফজরের নামাজের জন্য বাড়িতে গেলে এসে দেখেন তার গোয়ালঘরের ষাঁড়টি নেই। ঘটনাস্থলের পাশের একটি মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টার দিকে চোরের দল একটি পিকআপে করে গরুটি নিয়ে যাচ্ছে। এর এক সপ্তাহ পর রবিবার (১৮ আগস্ট) একইভাবে তার দুইটি মহিষ চুরি হয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর ৪টার দিকে পিকআপে মহিষ দুটি একই পথে নিয়ে যাওয়া হয়। চুরি হওয়া পশুর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। এ ঘটনায় কৃষক নুরুল আলম মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন ।
কদলপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যানি বড়ুয়া বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। বিস্তারিত জেনে জানাবো।” তবে পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “গরু-মহিষ চুরির বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। আমরা নিয়মিত টহল ও চেকপোস্টসহ নানা পদক্ষেপ নিচ্ছি। তবে অনেক সময় ভুক্তভোগীরা বাদী হতে চান না। এর আগেও কদলপুর এলাকায় একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে।”
স্থানীয়রা জানান, "কদলপুরে একটি শক্তিশালী গরু চোর সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তারা রাজনৈতিক আশ্রয়ে থেকে প্রায়ই গরু-মহিষ চুরি করে নিয়ে যায়। প্রশাসনের কাছে তথ্য থাকলেও কার্যকর পদক্ষেপের অভাবে খামারিরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।"
সিটিজি পোস্ট/ এসএইচএস
১২ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। তিনি বলেন, রাজনৈতিক কর্মীরা শুধু দলের সম্পদ নয়, দেশেরও সম্পদ। রাজনীতি একটি বিজ্ঞান, যা শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে আত্মস্থ না হলে পূর্ণতা পায় না।শুক্রবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। তিনি বলেন, রাজনৈতিক কর্মীরা শুধু দলের সম্পদ নয়, দেশেরও সম্পদ। রাজনীতি একটি বিজ...