বান্দরবান, (১৭ সেপ্টেম্বর) সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বান্দরবানের ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছেন।
সোমবার সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, স্বামী জীবিত থাকা সত্ত্বেও অনেকে বিধবা ভাতা পাচ্ছেন, অথচ প্রকৃত বিধবা ও দরিদ্ররা বঞ্চিত হচ্ছেন। এছাড়া বয়স্ক ভাতা, ভিজিডি, ভিজিএফ, মাতৃত্বকালীন ভাতা, দুগ্ধ ভাতা এবং সরকারি ঘর বরাদ্দেও অনিয়ম চলছে।
১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমি আক্তার অভিযোগ করেন,আমি বিধবা হওয়ার পরও দুই বছর ধরে কোনো ভাতা পাইনি, অথচ যাদের স্বামী বেঁচে আছেন, তারা ভাতা পাচ্ছেন। চেয়ারম্যান,মেম্বাররা তাদের কথা রাখতে না পারায় আমি বঞ্চিত হয়েছি। ৬০ বছর বয়স পার হলেও বারবার চেষ্টা করেও আমি বয়স্ক ভাতা পাইনি।
স্থানীয়দের অভিযোগ, ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা এবং ১ ও ২ নং ওয়ার্ডের মেম্বার আবদুল সফুর ও জসিম উদ্দীন তাঁদের পছন্দের ব্যক্তিদের সুবিধা দিয়েছেন। এমনকি টাকার বিনিময়ে ভাতা কার্ড বিক্রি করার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বান্দরবান জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতি আহ্বান জানান, অবিলম্বে এসব অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।
২ অক্টোবর, ২০২৫
গত ৩০ সেপ্টেম্বর রাতের আকস্মিক ঝড়ো হাওয়ায় রাঙামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়।আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌকা ডুবির খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছ...
৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫
২৯ সেপ্টেম্বর, ২০২৫
২৯ সেপ্টেম্বর, ২০২৫
২ অক্টোবর, ২০২৫
গত ৩০ সেপ্টেম্বর রাতের আকস্মিক ঝড়ো হাওয়ায় রাঙামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়।আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো...