সিলেটে সাদাপাথর লুটপাটে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের নাম আলোচনায় থাকলেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, যাদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে।
জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, শনিবার সদর ও গোয়াইনঘাট উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২ লাখ ৬৫ হাজার ৫০০ ঘনফুট পাথর উদ্ধার করেছে। এর বাইরে কোম্পানীগঞ্জ উপজেলাতেও অভিযান পরিচালিত হয়েছে। গত চার দিনে তিন উপজেলায় মোট সাড়ে ৪ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, “লুট হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। লুটে জড়িত ব্যক্তিদের প্রাথমিক তালিকা পুলিশ ও র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তৈরি করেছে। এখন যাচাই–বাছাই করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হচ্ছে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, তালিকায় রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যক্তি, লুটপাটে ব্যবহৃত বারকি নৌকার মালিক এবং পাথর ক্রয়-বিক্রয়ে জড়িত ব্যক্তির নাম রয়েছে।
প্রাথমিকভাবে তৈরি করা ১০৩ জনের তালিকা ঘেঁটেই ৪৬ জনের পরিচয় নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে ২০ জন স্থানীয় বিএনপির নেতা-কর্মী, ১৩ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী, ৬ জন বিএনপির নিষ্ক্রিয় নেতা-কর্মী, একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক, একজন সাংবাদিক এবং বাকি পাঁচজন নির্দলীয়।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “তালিকা যাচাই–বাছাই শেষে চূড়ান্ত করা হবে। এরপর দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে যেসব অভিযুক্ত শনাক্ত হচ্ছেন, তাদের গ্রেপ্তার করা হচ্ছে।”
কোম্পানীগঞ্জ উপজেলায় শনিবার ভোরে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মামলা দায়ের করা হয় এবং গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৭ আগস্ট, ২০২৫
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম এবার ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে পরিচালনার অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ চার দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।এর আগে যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় এ কার্যক্রম পর...
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম এবার ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে পরিচালনার অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ চার দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র ম...