সিলেটে সাদাপাথর লুটপাটে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের নাম আলোচনায় থাকলেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, যাদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে।
জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, শনিবার সদর ও গোয়াইনঘাট উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২ লাখ ৬৫ হাজার ৫০০ ঘনফুট পাথর উদ্ধার করেছে। এর বাইরে কোম্পানীগঞ্জ উপজেলাতেও অভিযান পরিচালিত হয়েছে। গত চার দিনে তিন উপজেলায় মোট সাড়ে ৪ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, “লুট হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। লুটে জড়িত ব্যক্তিদের প্রাথমিক তালিকা পুলিশ ও র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তৈরি করেছে। এখন যাচাই–বাছাই করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হচ্ছে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, তালিকায় রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যক্তি, লুটপাটে ব্যবহৃত বারকি নৌকার মালিক এবং পাথর ক্রয়-বিক্রয়ে জড়িত ব্যক্তির নাম রয়েছে।
প্রাথমিকভাবে তৈরি করা ১০৩ জনের তালিকা ঘেঁটেই ৪৬ জনের পরিচয় নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে ২০ জন স্থানীয় বিএনপির নেতা-কর্মী, ১৩ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী, ৬ জন বিএনপির নিষ্ক্রিয় নেতা-কর্মী, একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক, একজন সাংবাদিক এবং বাকি পাঁচজন নির্দলীয়।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “তালিকা যাচাই–বাছাই শেষে চূড়ান্ত করা হবে। এরপর দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে যেসব অভিযুক্ত শনাক্ত হচ্ছেন, তাদের গ্রেপ্তার করা হচ্ছে।”
কোম্পানীগঞ্জ উপজেলায় শনিবার ভোরে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মামলা দায়ের করা হয় এবং গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...