চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা লালখান বাজার মোড়ে পথচারীদের নিরাপদ পারাপারের জন্য বহু প্রতীক্ষিত ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষজন এ দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) গত বৃহস্পতিবার থেকে ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছে।
সিডিএ সূত্রে জানা যায়, ফুটওভার ব্রিজটি হবে নান্দনিক নকশায় নির্মিত এবং এতে তিনটি স্থান থেকে ওঠানামার সুযোগ থাকবে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নগরবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পথচারীদের ঝুঁকিমুক্ত পারাপার নিশ্চিত হয়।
ফুটওভার ব্রিজটির মূল অংশের দৈর্ঘ্য হবে ৩৯ দশমিক ৪২ মিটার, উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার এবং প্রস্থ ২ দশমিক ৫ মিটার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সঙ্গে স্থান নির্বাচন ও ডিজাইনসহ বিভিন্ন বিষয়ে সমন্বয় করে কাজটি এগিয়ে নিচ্ছে সিডিএ। নির্মাণকাজে চসিক মেয়র ব্যক্তিগতভাবে সহযোগিতা করছেন বলে জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান।
সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, “নগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল লালখান বাজার মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণের। নান্দনিক নকশা ও তিনটি স্থান থেকে ওঠানামার সুবিধাসহ ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে এর কাজ শেষ হবে।” তিনি আরও জানান, ‘‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অর্থ থেকেই ফুটওভার ব্রিজটি নির্মিত হবে।’’
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৫ সেপ্টেম্বর, ২০২৫
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরীর প্রকৌশলীদের সাথে চট্টগ্রাম -১০ আসনের সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলাম বলেছেন, ‘‘আগামীর বাংলাদেশ হবে প্রযুক্তি নির্ভর ও স্মার্ট রাষ্ট্র। সেই বাংলাদেশ গড়ে তুলতে প্রকৌশলীদের শুধু পেশাগত দায়িত্ব নয়, সমাজ...
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরীর প্রকৌশলীদের সাথে চট্টগ্রাম -১০ আসনের সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলাম বলেছেন, ‘‘আগামীর বাংলাদেশ হবে...